নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
এনেছি আমি আজ তোমাদের তরে
নতুন বার্তা এক প্রাণের ভিতরে;
প্রভাতে যেমন হয় নতুন সূর্যোদয়
তেমনি ছড়িয়ে যাবে সারা বিশ্বময়-
নতুন এ বাণী মোর আগামীর তরে
সকলেই যেচে নেবে প্রাণের ভিতরে।...
অদ্ভুত রাত্রি এক এসেছে নামিয়া
পৃথিবীর সব ভালো গিয়াছে থামিয়া
চারিদিকে ফলিতেছে পাপের ফসল
ভালো মানুষের কাজ সব নিস্ফল।
কোনো এক অন্ধকার করিতেছে গ্রাস
ফুল আর ফোটে না তো, ফুলের সুবাস
ভাসে...
সকল দুয়ার খুলে দিয়ে আজ নিজেকে দেখিতে চাই
কোথা হতে এসে কোথায় চলেছি কোথা গিয়ে পাই ঠাঁই।
কার লাগি মোর হৃদয় পুড়েছে কার তরে আছে ঘৃণা
কাহাকে ছাড়িয়া চলিয়া এসেছি...
একদিন তার সাথে কত কথা হতো
আজ সে দূরে থাকে কারণ বসতো
খুঁজিয়া পাইনা তারে হৃদয়ের কোণে
কারিয়া নিল তারে অন্য কোনো জনে।
অন্য কোনো মনে সে গড়েছে বসতি
সময়ের ব্যবধানে...
ধরনীর যেথা যাই মানুষের ঢল
হাসিয়া খেলিয়া তারা করে কোলাহল
আনন্দ বিনোদনে কাটে দিনকাল
সুখ নিয়ে ফিরে আসে প্রতিটি সকাল।
মনে হয় পৃথিবীটা মিলনমেলা
রঙে রসে জমে আছে আনন্দ খেলা।
তার...
কোথাও চলিয়া যাব দূর অজানায়
খুঁজিও না বন্ধু আর এই অবেলায়,
নিরবে চলিয়া যাব এ বাঁধন ছিড়ে
মমতার ছায়া ঘিরে আসিব না ফিরে
আঁখি জল ফেলিও না মিছে বেদনায়।
...
নামিয়া এসেছে চাঁদ মাঝ রাতে রূপালী আলো নিয়ে হাতে
অশরীরী প্রেতিনীরা কথা বলে আলোছায়ায় নির্জন রাতে
পাতার ফাঁকে ফাঁকে চেয়ে থাকে অন্ধকারে ধুসর লক্ষ্মী পেঁচা -
নেই তার ঘুম চোখে-...
দুর্দিন চলে গেলে আবার সুদিন
ফিরে আসে জীবনের কোনো একদিন।
ফিরে পায় বর্ষায় মৃতপ্রায় ঘাস
নতুন জীবন, ফুল বিলায় সুবাস
ফাগুনের আগমনে রঙের মেলায়
প্রজাপতি ফুলে আসে প্রেমের খেলায়
যে নদী...
এত ভালোবাসি এই ধরনীর শোভা
যেদিকে তাকাই দেখি কি যে মনোলোভা,
হৃদয় ভরিয়া ওঠে মায়াময় প্রেমে
আঁকিয়া লই সব হৃদয়ের ফ্রেমে।
রূপ, রস, গন্ধ, পরশ সুমধুর বাণী
দরদে মুছিয়া দেয়...
আমি নই, মন নয়, নয়\'কো হৃদয়
মাথার ভিতরে কেউ হয়েছে উদয়,
সে আমারে লয়ে যায় আলাদা জগতে
কথা কয় কাছে আসে হাত রাখে হাতে।
নিঝুম রাত্রির গাঢ় অন্ধকারে
আমাকে ডাকিয়া লয়...
জীবন চলার পথে পদস্খলন ঘটে যদি কভু
হাত ধরে তুলে নিও, আমারে তুলে নিও প্রভু।
হীন পাপ গ্লানি মোরে অন্ধকারে নিয়ে যায় যদি
অগ্নি সম জ্বালা অন্তরে জ্বলে নিরবধি,
শীতল করিও...
জানি আমি জানি, আমার এ কবিতা খানি
শুধুই কথার কথা, নয় তাহা চিরন্তন বাণী,
নয় তাহা কাব্য ব্যঞ্জনাময়, হিন্দোল তোলে না তা প্রাণে-
শুধুই মনের সরলতা, নেই তাতে গভীর কোনো...
এ শহরের অলিগলি হাটে প্রতিদিন
একা একা হেঁটে চলে বিরামবিহীন
দুটি ক্রাচে ভর করে হাটে অবিরাম
ভিক্ষা মেগে খায়, ভজো হরি নাম।
এক পা পঙ্গু তাহার এক পা আছে
পথে পথে...
রয়েছি পরে এই বিশাল শহরে
রাস্তার কোলাহলে-- সংকীর্ণ ঘরে,
ইট বালু কংক্রিটের কঠিন হৃদয়
মিশে আছে মনে মোর নেই সংশয়।
পিচঢালা রাজপথে চলার প্রেমে
অবিরাম ছোটাছুটি নেই আমি থেমে
ভালো...
©somewhere in net ltd.