নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
জীবন চলার পথে পদস্খলন ঘটে যদি কভু
হাত ধরে তুলে নিও, আমারে তুলে নিও প্রভু।
হীন পাপ গ্লানি মোরে অন্ধকারে নিয়ে যায় যদি
অগ্নি সম জ্বালা অন্তরে জ্বলে নিরবধি,
শীতল করিও প্রাণ দিয়ে মোরে পূন্য স্নান, প্রভু।
জীবন চলার পথে পদস্খলন ঘটে যদি কভু।
হাত ধরে তুলে নিও আমারে তুলে নিও প্রভু।।
যদি কভু করে জয় পাপ মোহ অবক্ষয়
আমার পূন্য পথ লোভে পড়ে হয় পরাজয়
আমার অন্তরে নিজগুণে শুদ্ধজ্ঞাণ দিও প্রভু।
জীবন চলার পথে পদস্খলন ঘটে যদি কভু
হাত ধরে তুলে নিও আমারে তুলে নিও প্রভু।।
২| ১৯ শে মে, ২০২৩ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: প্রার্থনায় কাজ হয়?
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২৩ সকাল ১০:৩২
শেরজা তপন বলেছেন: কবিতাটা ' মঙ্গলদ্বীপ জ্বেলে অন্ধকারে দু'চোখ আলোয় ভরো প্রভু' গানের লিরিক্সের ঢঙ্গে হয়েছে।
ভালি লাগল। আপনার মনস্কামনা পূর্ণ হোক।