নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
এনেছি আমি আজ তোমাদের তরে
নতুন বার্তা এক প্রাণের ভিতরে;
প্রভাতে যেমন হয় নতুন সূর্যোদয়
তেমনি ছড়িয়ে যাবে সারা বিশ্বময়-
নতুন এ বাণী মোর আগামীর তরে
সকলেই যেচে নেবে প্রাণের ভিতরে।
প্রেমের আলোতে দেখে নেবে মুখ
দেবে নেবে প্রেম সবে হবে না বিমুখ।
পুরানো ছড়ানো যা মিথ্যা ও মেকি
আমার বাণীর ছায়ায় সব যাবে ঢাকি।
এ এক নতুন পথ নতুন পৃথিবীর
নতুনের তরে আজ হয়েছে অস্থির।
যাদের তারুণ্য আজ নব স্পন্দনে
উঠেছে জেগে প্রাণ দানের আহ্বানে
দিয়ে যাবে অকাতরে মানুষের তরে
আপন জীবন প্রাণ সব নিঃস্ব করে।
সেই সব তরুনের জন্য এ বাণী
নতুন যুগের তরে আমি বয়ে আনি।
২| ২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
৩| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫১
রানার ব্লগ বলেছেন: চমৎকার !
৪| ২৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: আপনাকে কতদিন ধরে বলছি, অন্যের পোস্ট পড়ুন, মন্তব্য করুণ। কথা আপনার কান দিয়ে যাচ্ছে না।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর