নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
অনেক ভেবে দেখেশুনে
বুঝতে পেরে মর্মবাণী
সবকিছুই তো সমান নহে
এই কথাটা এখন জানি
কেউবা আমায় বাসে ভালো
কেউবা আবার করে ঘৃণা
কেউবা কাছে লেগে থাকে
কেউবা বাঁচে আমায় বিনা
তবু তাতে কি আসে যায়
এমনি করেই বাঁচতে হবে
দুঃখ ব্যথা লুকিয়ে রেখে
সুখের হাসি হাসতে হবে।
অনেক ভালবাসার মাঝেও
আলোর আশা নেইকো জানি
অভিনয়ের রঙ্গমঞ্চে
হাসি ছড়ায় ঠোঁট দু'খানি
শত ফুলের মধ্যে যদি
লুকিয়ে থাকে একটি কাঁটা
তাহাও বুকে বিঁধতে পারে
ফুলসজ্জায় থাকলে সাঁটা
তবু তাতে কি আসে যায়
এমনি করেই বাঁচতে হবে
কাঁটার আঘাত বুকে নিয়েই
মনের সুখে হাসতে হবে।
কাছের অনেক মনের কথা
জানা হয়নি এ জীবনে
বছর বছর কেটে গেল
এক বিছানায় ঠিক দু'জনে
হঠাৎ করেই বিঁধল কাঁটা
বাজলো বুকে বিষের বাঁশি
বুকের মাঝে লুকিয়ে ছিল
প্রবঞ্চক এক রুঢ় হাসি
যতটুকুই ক্ষত হলো
যন্ত্রণা তার চেয়ে বেশি
এক নিমিষে মিলিয়ে গেল
সকল ভালবাসা বাসি।
তবু তাতে কি আসে যায়
এমনি করেই বাঁচতে হবে।
সকল ব্যথা চাপা দিয়ে
দুঃখ ভুলে হাসতে হবে।
চারিপাশে যত মানুষ
সবার মনে একই ভাবনা
দিয়ে গেলাম উজাড় করে
বিনিময়ে আর পেলাম না
একটু খানিক দিলে পরে
নেয়ার জন্য হাজার কান্না
দুচার টাকার বিনিময়ে
ফিরে চায় যে হিরে পান্না
তবু তাতে কি আসে যায়
এমনি করেই বাঁচতে হবে।
যত নেবে তাহার চেয়ে
বেশি করে যাচতে হবে।
না যদি আর পারি হেথা
থাকতে বুকে দুঃখ নিয়ে
যাবো চলে সবার কাছে
ভালবাসা বিকিয়ে দিয়ে
মস্ত বড় এই পৃথিবীর
একটু খানিক মিলবে বাসা
আপন মনে একা একা
জমিয়ে নেব ভালবাসা
কেউ বা যদি আসে আসুক
না আসে তো অনেক ভালো
নিজের জীবন অন্ধকারে
জ্বালিয়ে নেব মনের আলো
সেই আলোরই রঙিন আভায়
শত রঙে হাসতে হবে
তবু তাতে কি আসে যায়
এমনি করেই বাঁচতে হবে।
২| ১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৬
অক্পটে বলেছেন: সুন্দর কবিতা।
"তবু তাতে কি আসে যায়
এমনি করেই বাঁচতে হবে।"
আসলেই এমনি করেই বাঁচতে হবে। অভিমানে ভুল করে বসলে তখনই হেরে যেতে হবে। হেরে যেতেতো মানুষের জন্ম হয়নি।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২৩ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: আপনি যা করছেন এগুলোকে ব্লগিং বলে না।