নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

রাতের গান

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩৪

নামিয়া এসেছে চাঁদ মাঝ রাতে রূপালী আলো নিয়ে হাতে
অশরীরী প্রেতিনীরা কথা বলে আলোছায়ায় নির্জন রাতে
পাতার ফাঁকে ফাঁকে চেয়ে থাকে অন্ধকারে ধুসর লক্ষ্মী পেঁচা -
নেই তার ঘুম চোখে- অপলকে অন্ধকারে জেগে থাকা জীবনের নেশা।
কাঁপিয়া ওঠে পাতা হিজলের শাখে শাখে ফুল তার টুপটাপ ঝরে,
সারারাত চুমে চুমে আধোজাগা আধোঘুমে শিশির বুকে এসে পরে ;
এমনই নিঝুম রাতে তার সাথে নির্ঘুমে কাছাকাছি বসে সারারাত
বহু পুরানো স্মৃতি অনর্গল বলে যায় বুকে তার রেখে দু'টি হাত ---
যখন প্রেম ছিল- আরো বেশি প্রাণ ছিল বুকে ছিল কামনার ঘ্রাণ
থরথর কাঁপে বুক কাছাকাছি নতমুখ অনুভবে ভরা ছিল প্রাণ।
তাহার পরশ লেগে কুসুমেরা ওঠে জেগে সুরভি ঢালে অনুরাগে
অপূর্ব সেই সুখ ভরে থাকে এই বুক পৃথিবীটা কত ভাল লাগে।
এমন সব কথা আকাশের চাঁদ এসে শুনে যায় পেতে দুটি কান
এখন আর প্রেম নেই বুকের কাঁপুনি সেই ধীরে ধীরে হয়ে গেছে ম্লান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: শুধু কবিতা পোস্ট করলে হবে না। আপনাকে অন্যের লেখা পড়তে হবে, মন্তব্য করতে হবে।
একজন সঠিক কবির পরিচয় দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.