নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

অন্য জগৎ

২৫ শে মে, ২০২৩ রাত ১:২২



আমি নই, মন নয়, নয়'কো হৃদয়
মাথার ভিতরে কেউ হয়েছে উদয়,
সে আমারে লয়ে যায় আলাদা জগতে
কথা কয় কাছে আসে হাত রাখে হাতে।
নিঝুম রাত্রির গাঢ় অন্ধকারে
আমাকে ডাকিয়া লয় শীতের ভিতরে।
সে আমারে করে দেয় ভীষণ একাকী
আপন ভাবনা লয়ে নির্জনে থাকি।

জনকোলাহল মাঝে আসে বধিরতা
মাথার ভিতরে বসে বলে চলে কথা,
সেই সব কথা আমি চাতকের মত
একাগ্র চিত্তে শুধু শুনি অবিরত।
বাহির জগৎ আমার হয়ে যায় দূর
মাথার ভিতরে শুনি সুতীক্ষ্ণ সুর।

নারী নয় নর নয়, নয় সে তো ক্লীব
দেব নয় দানব নয় নয় দুর্গা শিব
প্রেত নয় ডাইনী নয়, নয় কালের হাওয়া
অলিক ভাবনা সে যে কল্পনায় পাওয়া।
সে আমার জগৎ ব্যাপি করে আস্ফালন
আমাকে বেড়িয়ে ধরে বৃত্তের মতন
সে আমার জীবনের সকল সহজতা
অকেজো করে দেয়, আনে বধিরতা।

সে আমারে নিয়ে যায় মর্ত্যলোক হতে
আলোছায়া নীহারিকা নক্ষত্র জগতে
নিয়ে যায় শত শত আলোকবর্ষ দূরে
গ্যালাক্সি ব্লাকহোল দেখায় ঘুরে ঘুরে
আলোর তরঙ্গ আরও মহাকর্ষ বল
খুঁটিয়ে খুঁটিয়ে আমায় দেখায় সকল
তেজরশ্মি বিকিরিত প্রচন্ড উজ্জ্বল
কোথাও অন্ধকার নেই কোনো তল।
পৃথিবীর গতিশীল সহজ স্বাভাবিক
বিচ্ছিন্ন করে দেয় মোর চারিদিক।

কখনো নিয়ে যায় সমূদ্রের তীরে
নির্জনে রেখে দেয় ভাবের ভিতরে
নিজের মধ্যে নিজে হয়ে যাই লীন
আরও সংকীর্ণ হই হয়ে যাই ক্ষীণ।
জগৎ সংসার থেকে করিয়া বিচ্ছিন্ন
আমাকে করে দেয় মানুষ থেকে ভিন্ন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৩ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: আপনি শুধু কবিতা পোস্ট করে যাবেন। অন্যের লেখা পড়বেন না। মন্তব্য করবেন না।
এটাকে ব্লগিং বলে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.