নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

আশা

০৫ ই আগস্ট, ২০২৩ রাত ২:১৮

দুর্দিন চলে গেলে আবার সুদিন
ফিরে আসে জীবনের কোনো একদিন।
ফিরে পায় বর্ষায় মৃতপ্রায় ঘাস
নতুন জীবন, ফুল বিলায় সুবাস
ফাগুনের আগমনে রঙের মেলায়
প্রজাপতি ফুলে আসে প্রেমের খেলায়
যে নদী শুকিয়ে যায় বালুর চরায়
শুকনো মৌসুমের প্রচন্ড খড়ায়-
শ্রাবণের জলধারায় প্রাণ ফেরে তার
টলমল করে চলে বহিয়া আবার।
আমার এ জীবনের বেদনার দিন
ফুরালো না কখনো, আনন্দ বিহীন
কেটে গেল জীবনের চারটি দশক
বারেবারে ফিরে এলো দুঃখ ও শোক।
তবুও বেদনার সব দুঃখ লয়ে
নিদারুণ বৈরিতার সব আঘাত সয়ে
এ জীবনে বিজয়ের গেয়ে যাব গান
নব নব সম্ভাবনায় ভরে নেব প্রাণ
দেখব আনন্দপূর্ণ নতুন সকাল
সেই আশা বুকে নিয়ে আছি বহুকাল।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ২:৩২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কত সহজ করে কত জটিল কথা অনায়াসে এক মালায় গেঁথে দিলেন। ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩২

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:০৩

জাহিদ অনিক বলেছেন: তবুও গেয়ে যেতে হবে জীবনের গান .।।

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩২

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ০৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৪

মুরাদ পাভেল বলেছেন: অসাধারন!

০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১:৩৩

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৪| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে ফয়দা নাই।

৫| ১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৩৯

অক্পটে বলেছেন: অসাধরণ কবি। মুগ্ধ হয়ে রইলাম। সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.