উৎসর্গ
দেখো,
এই অপরাজিতা
ফুলগুলো।
নীল-শুভ্রতার এক
অপূর্ব সমারোহ, তাই
না??
ফুলগুলো আমার ভীষণ
প্রিয়।
জানি প্রত্যেকটা ফুল
একসময় বিবর্ণ হয়ে
ঝরে পড়বে।
তাতে কি আসে যায়??
তখন ভেবে নেবো
প্রতিটা পাপড়ি, রেণু
আমি তোমার তরে
উৎসর্গ করেছি।
দেখো,
আজ পূর্ণিমাতিথি।
আলো-আধারের এক
রহস্যময়ী
পরিবেশ,তাই না??
জ্যোৎস্না আমার
ভীষণ প্রিয়।
জানি কিছুদিন পরেই
অমাবস্যার তিমির
বিশাল আকাশটাকে
ঢেকে ফেলবে।
তাতে কি আসে যায়??
তখন ভেবে নেবো
হীরকের মতো আমার
আকাশের প্রতিটি
জ্যোৎস্নার টুকরো
আমি তোমার তরে
উৎসর্গ করেছি।
দেখো,
একরাশ
জোনাকিপোকা।
ক্রমশ জ্বলে নিভে
যাওয়া আলোগুলোয় এক
গল্পের শুরু হবে।
এই... বাকিটুকু পড়ুন