ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন কখনো।এক ব্লগারকে বহুদিন ফোন দিচ্ছি, রিসিভ করে না -ব্যাকও করে না; উনি কি কোনো কিছুর ভয়ে তা করছে? উনি তো আওয়ামীলিগার নয়, কোথায় কি সমস্যা? অন্য জন্ এত সেনসিটিভ যে, জোরে নক দেয়াতে বলে আমি বহু আগেই আপনার পার্সোনালিটি সম্পর্কে বুঝে এড়িয়ে যেতে চেয়েছি, তবে তিনি এডিট করে দিতে চায়নি -এই হচ্ছে ইগোর দশা।
আপনি কি মাল্টি ব্যবহার করে দুই হাতে দুইটা আইডি চালিয়ে ব্লগিং করেছেন, করলেও কি নিয়ে গেছেন? কি দিয়েছেন, ব্লগকে? ব্যান ব্যান খেলায় জয়ীরা ভিতরের কাউকে কি জিতিয়ে দেয়,খেয়াল করেছেন? পশ্চিমে কমলা হয়তো জিতবে, হয়তো না তবে কমলা ম্যাকডোনাল্ড চিনে আর আমেরিকা নয়। হলুদ হলুদ আলু ভাজা। আমাদের ইউনুসও গণভবন চিনে না, চিনে বঙ্গভবন ও যমুনা এবং ছাত্র জনতা চিনে জাতীয় পার্টির অফিস। আপনি নিজে আপনার ইগোকে চিনেছেন?
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬