এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা দিয়েছে, ইহা একটি আশা ও সামা্ন্য নতুন ষ্ট্রেটেজীর কথা; আইওয়া রাজ্যের জরীপে দেখা যাচ্ছে যে, মহিলারা শতকরা ৫৭ জন কমলাকে ভোট দিতে চেয়েছে, ট্রাম্পের বেলায় ২৯ জন। তবে, আইওয়া খুবই ছোট রাজ্য, ওরা লাল রাজ্য, কিন্তু শুরু থেকেই ট্রাম্পের আচরণকে অপছন্দ করে আসছিলো।
ইহা যদি সঠিক জরীপ হয়ে থাকে, এবং এই প্যাটার্ণ যদি স্যুউইং রাজ্যগুলোতে কাজ করে, তা'হলে কমলাই জয়ী হয়ে যাবে, কেহ ঠেকাতে পারবে না। স্যুইং রাজ্যগুলোতে কমলা যদি গড়ে ১০/১২ ভাগ বেশী মহিলা ভোট বেশী পায়, সে জয়ী হবেই হবে।
গত সপ্তাহ থেকে কমলা "অর্থনীতি" ও "বর্ডার", এই ২টি শব্দ উচ্চারণ করা বন্ধ করে দিয়েছে; সে ভয়ংকর রিস্কি ১টি পথে বেছে নিয়েছে, একমাত্র মেয়েদের "এ্যবোটশান" অধিকার নিয়ে কথা বলছে, যা নিয়ে আমেরিকানরা কখনো এতবড় নির্বাচনী বৈতরণী পার হওয়ার কথা ভাবেনি। এখন ইহাই কমলার জন্য বিজয়ের একমাত্র পথ। সে স্যুইংষ্টেইটগুলোর মেয়েদের ভোটে জয়ী হওয়ার চেষ্টা করছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ১১:০০