এখনো শিখি ভুলে থাকা
সময়
বালুবেলা কুয়াশা দূর অাকাশ
কাশবন হাঁসের ডিম
একটানা অর্থহীন শুধু বলে যাওয়া
কিছু একটা শিখি ভুলে ভুলে যেতে যেতে।
চাঁদের অাকাশ বালু পড়া রাস্তা
বৃষ্টি ভেজা নুপূর কাঁঠালের পাতা
জাম রাঙা মাটি ভুলে যাই।
ভুলে থাকি অামি বিরাট শিশু
মায়ের অাঁচল বাবার চাদরে মোড়া শীতের অাদর।
অামি তাঁর সব ভুলে থাকি।
ভুলে থাকি দুষ্ট ছেলের দল কত বোকামী
লাজ-লজ্জা বিরান মাঠ ভুলে থাকি
খরগোশের বড়ি বড়ি পায়খানার ক্ষেত
বউ বউ খেলা বাইদ কাচারীঘর
বাবইয়ের বাসা চড়ই পাখি
চড়াই ভাতি ভুলে থাকি
মাথার উপর বাঁশ বাগান বকের ছানা
লেবুর পাতা অামের অাঁটি নারিকেল বাঁশি দমকলস নদীর ধারে চেল্লা খেলা
সাঁকোর উপর লাফালাফি ঝিনুকের অাম ছোলানোর চাটকি ভুলে থাকি,
গৌধুলি বিকেলে হুতোমপেঁচার কাপড় কাচা
সাপের অাঁড়ি অাঁড়ি ডিম কেন্দার গাছ
গুতুম দারকিনা ব্যাঙের পানি
শিয়ালের গাতা বেজির দাঁত বিজলানী
ভাত শালিকের দল কেচকেইচ্চা
শুকড় চাড়ানো রাখালের কথা
তিরিংবিরিং ঢেমবে পাগল বোবা ছেলের মুখের লেবড়া পড়া চাঁদ মুখ
তাবিজে ভরপুর গলার দুষ্ট মেয়েটি
রোগা পটকা বুইড়া দাদুর চালকি কথা
নানোর বোয়াল মাছ অানছি গল্প
ভয়াল বটগাছ তেঁতুলের দিনগুলো
রাতের এক অাঙ্গুল্লার গল্প হীরামন পরী
দৈত্যের প্রাণ ভোমড়া ক্যাসেট বাজানো
ঝিঁঝিঁ পোকা উচুংঙ্গার গান
গমের ক্ষেতে বনোবিড়ালের অাস্তানা
বাগদাস পাড়ার দর্জি কাকা
শীতের বিকেলে রাস্তার ধূলা জমানো স্তূপ
অামি তাঁর সব ভুলে থাকি।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:২০