লিখেছেন
জুল ভার্ন, ০৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫০
মোদির সাথে ডঃ ইউনূসের সাক্ষাৎ এবং.....
'সাইড লাইনে সাক্ষাৎ" দেখে যারা উল্লাসে উচ্ছ্বসিত, আনন্দে উদ্ববেলিত....কেউ কেউ আরো কয়েক ধাপ এগিয়ে গলাবাজি করছেন- ভারত ভুল বুঝতে পেরেছে, ডক্টর ইউনুস স্যারের কাছে... ...বাকিটুকু পড়ুন
দুর্নীতির কারণে তার যাওয়ার কথা ছিল জেলে, গেছেন তিনি বঙ্গভবনে প্রধান উপদেষ্টার শপথ নিতে। এটা খোদ মুহাম্মদ ইউনূসের স্বীকারোক্তি ছিল। তার দেশশাসনের আট মাসে বিদেশে যখন গেছেন তিনি, তখন স্বীকার... ...বাকিটুকু পড়ুন

কোন সে উন্নয়নের পথে হাঁটছি বলো
এই গিঞ্জি শহর কি বাসের অযোগ্য নয়?
শূন্যে ভাসমান রাস্তা-নিচে রাজপথ
তবু কি থেমে আছে যানজট কিংবা দুর্ঘটনা?
দৌঁড়ের জীবন-
টেক্কা দিতে গিয়ে ওরা কেড়ে নেয় রোজ...
...বাকিটুকু পড়ুন
এই শহর আমার নয়
ধুলিমলিন, পোড়া ধোঁয়ায় ঘেরা
ধূসর এক স্বপ্নহীন চেহারা।
এই শহর, আমার নয়।
ঘোলাটে চোখে জমে হাহাকার,
চেনা মুখেও অচেনার ছাপ।
পথে পথে স্বপ্নরা পোড়ে,
আলোর ছায়ায় খেলে আঁধার।
এই শহর...
...বাকিটুকু পড়ুন
এটা একটি টিউবওয়েল।
২০০৯ সালে, যখন আমি নানী বাড়ি থেকে লেখাপড়া করতাম, তখন প্রতিদিন এই টিউবওয়েল দিয়েই গোসল করতাম। স্কুল শেষে ক্লান্ত, ঘামাক্ত শরীর নিয়ে যখন ঠান্ডা পানির ঝাপটায় নিজেকে স্নান...
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপ্সরা, ৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৪২

পেছনে ফিরে তাকালে আমি সবার প্রথমে যে ঈদটার কথা স্মরন করতে পারি সেই ঈদটায় আমি পরেছিলাম আমব্রেলা কাট নীলচে বলবল রং একটা জামা এবং জামাটা বানিয়ে দিয়েছিলেন আমার মা নিজে হাতে সেলাই করে। সেটা যে আমার কি ভীষন প্রিয় জামা ছিলো ঠিক যেন আমার গল্পের বই এর লাল দোলাই যে লাল রং ঘোমটা দেওয়া একটা জামা পরে থাকতো সারাক্ষন আর তাই সবাই তাকে ডাকতো লালদোলাই নামে সেই জামাটার মতই। পরে জেনেছিলাম ইংলিশ বই এ সেই লাল দোলাই রেড রাইডিং হুড।
যাইহোক আমি সেই জামা পরে সারাদিন ঘুরলাম টই টই পাড়ার সকল ছেলেমেয়েদের সাথে। তখন এটাই ছিলো নিয়ম।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৬
ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।
রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।
গলির ধারের সেই ছেলেটি যে সদা বিষন্নময়
হরেক রং এর বাহার দেখে অবাক চেয়ে রয়।
যার জোটেনি একটি কাপড়,পেটে রয়েছে ক্ষুধা
ঈদের এসব হিসাবনিকাশ, জটিলতর এক ধাঁধা ।
তার ঘরে তো জ্বলেনি আলো, ভাবেনি ঈদকে নিয়ে
ঈদ মানে যে আনন্দ, কে বোঝাবে কি দিয়ে?
হাজার টাকার ফানুস ওড়ে লক্ষ টাকার বাজি
ঈদ নামের এ বৈষম্য সে তো বিধাতারই কারসাজি!
একলা বসে আপনমনে , ছেলেটি তাই ভাবে
জীবন যার সমস্যাও তার কে আর দায় মেটাবে!
বিধি কেন কখনও কখনও খেলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

বাংলা গানের ভাণ্ডারে কাজী নজরুল ইসলাম এক অনন্য নাম। তিনি বাংলা সাহিত্যে ইসলামী সংগীতের এক শক্তিশালী ধারা তৈরি করেছেন। তারই লেখা কালজয়ী গজল "ও মোর রমজানেরও রোজার শেষে এলো খুশির ঈদ" বাংলা মুসলিম সমাজে ঈদের সঙ্গে একাত্ম হয়ে গেছে। আজও ঈদের দিনে এই গান না বাজলে যেন ঈদের আমেজই পূর্ণ হয় না। কিন্তু কীভাবে এই গানটি জন্ম নিল, এবং কিভাবে এটি ঈদ সংস্কৃতির অংশ হয়ে উঠল? চলুন, জেনে নেওয়া যাক এর ইতিহাস।
কাজী নজরুল ইসলাম ছিলেন নিছক একজন কবি বা গীতিকার নন, বরং তিনি ছিলেন এক জননন্দিত বিপ্লবী। তবে তার সৃষ্টিতে ইসলামী ভাবধারা, বিশেষত ইসলামী সংগীতের প্রতি গভীর...
...বাকিটুকু পড়ুনতন্দ্রাছন্ন রাতে কিংবা মাতাল হয়ে,
আমাবশ্যার রাতে কোনো নারীর অবয়বে,
আমি ভুল করে তোমায় দেখি,
ভুলের ঘোরে তোমায় নিয়ে থাকি,
ভুল করতে এই আমি বড্ড ভালোবাসি।
মরিচিকার মতন তুমি আমার দৃষ্টিভ্রমে,
পৌরাণিক কোনো অপসরার রূপে,
আমি ভুল করে তোমায় দেখি,
ভুলের ঘোরে তোমায় নিয়ে থাকি,
ভুল করতে এই আমি বড্ড ভালোবাসি।
কালবৈশাখী ঝড়ে কিংবা বসন্তের হিমেল হাওয়াতে,
অপরিচিত মানুষের ভিড়ে,
আমি ভুল করে তোমায় দেখি,
ভুলের ঘোরে তোমায় নিয়ে থাকি,
ভুল করতে এই আমি বড্ড ভালোবাসি।
অপরিচিত নামের ভিড়ে তোমারই নাম শুনি,
অজানা পথে তোমার ছায়া খুঁজি,
ভুলের আশ্রয়ে বাঁচতে শিখেছি,
আমি ভুল করে তোমায় দেখি,
ভুলের ঘোরে তোমায় নিয়ে থাকি,
ভুল করতে এই আমি বড্ড ভালোবাসি। ...বাকিটুকু পড়ুন
ফুলবাড়ি
শত চেষ্টাতেও পেরনো হয়নি আমার ফুলবাড়ি থেকে গণ্ডারমোড়
অথচ কতবছর ধরে এই পথেই বয়ে চলেছে বিবর্তিত চাকার জীবন
চেনামুখ ততদিন কত যে অচেনা হয়ে গেছে, কত যে অসৎ অন্ধকার
গালে টোকা দিয়ে বলে গেছে ওহে বেকুব এখানে নয়, ওই দিকে যাও
ওই দিকে বাংলাবাজার, আজ হাটবার, একসময় হাটবারে
সিকি আধুলি হারাতো আর এখন চোখের নিমেষে হারিয়ে যায়
কাটা পকেট থেকে আমার সবেধন নীলমণি।
বেলা ঢলে পড়লে খানিক মাতাল হয়ে সোজা হাঁটা দিই দক্ষিণে,
দক্ষিণে মধুভাণ্ড অরণ্য, কে যেন কানে কানে বলে তখন, আরো যাও
রাত বিক্রি করা পশারিদের জ্বালানো আলো পেরিয়ে যদি
হঠাৎ চোখে পড়ে কোনো আলোকিত মুখ, তা... ...বাকিটুকু পড়ুন