এই শহর আমার নয়
ধুলিমলিন, পোড়া ধোঁয়ায় ঘেরা
ধূসর এক স্বপ্নহীন চেহারা।
এই শহর, আমার নয়।
ঘোলাটে চোখে জমে হাহাকার,
চেনা মুখেও অচেনার ছাপ।
পথে পথে স্বপ্নরা পোড়ে,
আলোর ছায়ায় খেলে আঁধার।
এই শহর ক্লান্তির দেয়াল,
পলেস্তার ঢাকা নীরব হাহাকার।
প্রতিটি দেয়ালে শব্দের মৃত্যু,
প্রতিবাদ নয় যেন আকুতির আর্তনাদ।
এই শহর আমার নয়।
অসংখ্য বোবা মুখ,
ক্ষুধার্ত চোখে চেয়ে থাকে
নিঃস্ব চোখে, প্রত্যাশার দীর্ঘশ্বাসে ।
এই শহর প্রেমের নয়,
সংঘাত খেলে অলিতে গলিতে।
রক্তের গন্ধে জেগে ওঠে শহর,
ভোর হয় না, কেবলই আতঙ্কের আগুনে ।
এই শহর আমার নয়,
না আলোয়, না আঁধারে।
কোনোভাবেই,
এই শহর, আমার নয়।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৪