১০.বিবাহ পরবর্তী অনুভূতি জানাইয়া বন্ধুর নিকট পত্র লিখো? মান-১৫।
১০ নং প্রশ্নের উত্তরঃ
প্রিও বন্ধু স,
পত্রের প্রথমে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি।
পর সমাচার এই যে, গত কল্য হুট করিয়া, গিড়ায় গিড়ায় টান টান ব্যাথা অনুভব করিতে ছিলাম। ভাবিলাম আমার বুঝি আর সময় নাই। তখন মনে পড়িলো, এই জীবনের ফরজ কাজ বিবাহ করিলাম না এখনো। যেই ভাবা সেই কাজ, অমুকের মেয়ে তমুক কে বিবাহ প্রস্তাব দিয়া বসিলাম। তিনি বহুকাল হইতে দুই পায়ে খাড়া ছিলেন আমার ইশারার আশায়, গতকল্য আমার বোধউদয় হইলো দেখিয়া তিনি যার পর নাই খুশী। বলিলেন বিবাহই যখন করিবেন মনস্তির করিয়াছেন, তবে আর দেরী কেনো? আমাদের হিসাব নিকাশে তো কাজী ডাকা লাগে না, আমরা আমরাই তবে কাজ সমাধা করিয়া ফেলী।
মেয়ে বুদ্ধিমতী, খরচের দিকে যেমন খেয়াল, তেমনই খেয়াল আমার ব্যাঙ্ক একাউন্টের দিকে। তার পরামর্শ মতে, এতো বড়ো খোলা মাঠ, এতো বড়ো দেয়াল, বিবাহ করিয়াই বিবাহ করিয়াছি বলিয়া দিলে যেখানে কর্ম সমাধা হইয়া যায়, সেইখানে অকারনে লোক ডাকিয়া সময় নষ্ট করিবার কি দরকার? তাহার কথা ব্যথিত আর কার কথা শুনিবো? তাই আমি সকাল ৭টায় ঘুম হইতে উঠিয়াই লিখিয়া দিলাম আমি বিবাহ করিয়াছি।
আমার শ্বশুরের এক খানা স্টিল ফাক্টরী আছে। ইহা নিয়া ভাবিও না, শ্বশুরের থাকিলে কি, আর না থাকিলেই বা কি? তোমাদের শ্বশুর কোল নিয়াও আমার তেমন গরজ নাই। তোমরা তাহা ইতি পূর্বে লক্ষ্য করিয়াছো নিশ্চই। আমার বউয়ের সহিত শ্বশুর কোলে আদরের এক খানা শালী এবং একখানা শ্যালক ও আছে। শ্যালক রে দেখিয়া মনে হইলো বড়ো হইলে অতি বড়ো বাদর হইবে, অথবা হইবে ত্যাদর। ইহা নিয়াও আমি চিন্তায় নাই, শ্যালক যা ইচ্ছা হউক, তাহাতেই বা আমার কি? তবে শ্যালক অতি ত্যাদর হইলে তোমাদের প্রয়োজনীয়তা পড়িতে পারে। আগে জানাইয়া রাখিলাম সময়ে সাহায্য চাইলে পিচলাইয়া যাইয়ো না। শ্যালিকা বিষয়ে দেখা হইলে আলাপ করবো নিশ্চয়।
তুমি ভাবী বাচ্ছা নিয়া কেমন আছো জানাইয়ো, বিবাহ হুট হাট করিয়া ফেলাতে দাওয়াতের বালাই নাই। তবে তুমি খুশী হইয়া একদিন দেখিতে আসিবায় সে ভরসা আছে।
পুনশ্চঃ তোমাদের ভাবী চোখে কাজল দেয় না। একেবারেই দেখিতে পারে না কাজল। আমার লাক বলিতে হইবে, কত করিয়া ভাবিয়াছি কেমনে সহিব এই যাতনা। যাউক এই যাতনা সহিতে হইবে না। তোমাদের ভাবীর হাতের ডাল ভাজি খুবই ভালো হয়, খাইলে মনে হয় হাত ডালে চুবাইয়া দিয়া রাখি পরে চুষিয়া চুষিয়া খাইবো!
আর লিখিলাম না। ভাবী বাচ্ছা নিয়া সুখে থাকো, আমার জন্য দোয়া দুরুদ করিও।
ইতি
তোমাদের
সা