আমি সেই ক্রিতদাস বলছি।
আমার ছোটবেলা কেটেছে বড্ড বেশী অসুখে ভুগে ভুগে। বেশীর ভাগ ক্লাস মিস, পরীক্ষার সময় জ্বর। এলেবেলে নানান অসুখ। সিলেটিরা বলে এট এটি, ফেট ফেটি, মানে হচ্ছে, কিছু না কিছু লেগেই আছে। সুতরাং শেষাবদি এমন হলো, ডক্টর এর কাছে গেলে উনারা আর বুকে স্টেথস্কোপ না বসিয়েই জিজ্ঞেস করতেন, এখন কি... বাকিটুকু পড়ুন
