আমার খুব কাছের (রক্তের), বয়স ৪৭, একজনের কিডনী সমস্যা ধরা পড়ে গত বছর জুলাইয়ে,তখন ক্রিয়েটিনিন ছিলো ৪.৩৩ ; পরে শরীর খারাপ হওয়ায় মেডিকেল ভর্তি থেকে ঔষধ সেবন করে ক্রিয়েটিনিন ৯.৪৫ থেকে ৫.২২ আসে ; সাথে উনার প্রেশার ইস্যু, ডায়েবেটিস ও রক্তস্বল্পতার সমস্যাও রয়েছে। এভাবে ৮ মাস চলার পর ডক্টর পরিবর্তন করে ঔষধ চেন্জ করার পরও অবস্থার তেমন উন্নতি হয়নি ; গত সপ্তাহ থেকে ঘন ঘন শ্বাসকস্ট দেখা দেয়; বমি,খাবারে অরুচি,চুলকানি,অনিদ্রা ; ডক্টরের রিকোমেন্ডেশন হচ্ছে " ডায়ালাইসিস মাস্ট " ; তাই এই সপ্তাহের মধ্যেই ফিস্টুলা করে ফেলতে হবে,কারণ এটাতে সময় লাগে ব্যবহার উপযোগী হতে। এখন ক্রিয়েটিনিন ৯.৮৯।
এই কিডনী রোগ নিয়ে আমার জানতে চাওয়া হলো-
: কিডনী রোগীর লাইফ এক্সপেন্টেন্সি কেমন? যদি প্রপার ট্রিটমেন্ট পায়? তাছাড়া প্রপার ট্রিটমেন্ট দেশের কোথায় বেটার?
: খরচের হাল-হাকিকত, যা আপনাদের অভিজ্ঞতা ও জানাশোনা থেকে জানাবেন।
: কিডনী ট্রান্সপ্লান্টে দেশের অবস্থা কীরুপ? সহজলভ্যতা থেকে জটিলতা কেমন? সাকসেস রেট কেমন?
: বিদেশ নিয়ে যাওয়া হলে ' রোগীর এই কন্ডিশনে কেমন হবে?
আশাকরি, আপনাদের সঠিক রেসপন্স কমেন্ট আকারে আসবে, অগ্রীম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:১৯