
অফিসে যতক্ষণ বসি, ম্যানেজার না থাকলে কলিগদের সাথে হাসি ঠাট্টায় ভালোই মজা হয়

সাইটে ঘুরতে ঘুরতে পরে বিশ্রামের জন্য গাছের ছায়ার নীচে এসব দোলনায় বসে একটু জিরিয়ে নেই

কাজের ফাঁকে আইল্যান্ডের মানুষগুলোর সাথে ভাব বিনিময় ছাড়াও আরও অনেক কিছুই দেখা হয়। এই যেমন,

সেদিন দেখি এই শুভ্র ভদ্রলোক পরম নিশ্চিন্তে রাস্তা পার হচ্ছেন

এক বাসার উঠোনে একে দেখা গেল

অনেকেরই হাতে আবার পাখি,

জ্যান্ত মাছ,

অক্টোপাস,

এমনকি আস্ত শার্কের বাচ্চাও দেখা যায় (এইটা অবশ্য মড়া)

কেউ কেউ আবার ঘাড়ে করেও

অদ্ভূত সব প্রাণী নিয়ে ঘুরে বেড়ায়

খাঁচার ভিতর বন্দী দেখতে অনেকটা কাকের মত এই পাখিটা আগে দেখিনি

পাখি গুলোকে বন্দী করে রাখছে ভালো কথা কিন্তু সময় মত খাবার না দেয়া আর পরিষ্কার পরিচ্ছন্নতায় অবহেলার কারণে

যখন এরকম পরিণতি হয় তখন খুব খারাপ লাগে। সবচেয়ে করুণ পরিণতি এখানকার বিলাইগুলোর। রাস্তায় তো বিলাই যেন দেখাই যায়না। হঠাৎ যদি কোন একটা সামনে চলে আসে, পড়িমড়ি করে দৌড়ে পালায়। মাঝে মাঝেই দেখতাম রাতের বেলা ছোট ছোট পুলাপানেরা টর্চ নিয়ে কাকে যেন দৌড়ানি দিতেছে। তখন না বুঝলেও পরে একদিন রাস্তার পাশে

এই মড়া বিলাইটাকে দেখে বুঝতে পারি কেন বিলাইগুলো এমন আতঙ্কে থাকে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৮