
আজ রাত ১২টায় ফ্লাইট। খুব তাড়াতাড়িই রওয়ানা হবার সময় হয়ে গেল। এখান থেকে হেলিকপ্টারে চড়ে এয়ারপোর্টে যাবো। ভাবছি, হেলিকপ্টার থেকে তো এখনও ছবি তুলিনাই। আজকে অবশ্যই মনে করে তুলতে হবে। বাসা থেকে বেরিয়ে দেখি আম্মু বাইরে দাড়িয়ে। আমাকে এগিয়ে দিতে।

সবুজ কার্পেটের মত ঘাস বিছানো মাঠের উপর দিয়ে সরু পিচ ঢালা রাস্তা দিয়ে হেটে চলছি। আমি আর আম্মু, কারও মুখে কথা নেই। হেলিপ্যাড পর্যন্ত যেতে কয়েক মিনিট লেগে গেল। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে হেলিকপ্টারের দিকে পা বাড়ালাম। দেখি, একটু দূরে মহল্লার কিছু ছেলেপেলে দাড়িয়ে গল্প করছে। আমাকে দেখে একজন এগিয়ে এল। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে চাইলো। পরক্ষণেই হাত নামিয়ে নিল, কারণ আমি অন্যমনষ্ক ছিলাম। পরে আবার আমিই হাত বাড়ালাম।
সিটে বসে মনে পড়ল , সিংগাপুরে তো দীর্ঘ সময় ট্রানজিট অথচ সাথে কোন খাবার নেয়া হয়নি। ঘড়িতে তখন ৯টা ১৭ বাজে। খুব দ্রুত সিদ্ধান্ত নিলাম। বাসায় গিয়ে আম্মুকে বললাম যে কিছু খাবার নেয়া দরকার। যেমন কিছু লাল আপেল , সবুজ আপেল আর চানাচুরের প্যাকেট। আম্মু বড়ভাইকে ফোন করে প্রিন্সবাজার থেকে কিনে নিতে বলল।
এরপরেই ঘুমটা ভেংগে গেল।
ছবি: গুগোল মামুর সহায়তায়

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৯