মঙ্গলশোভাযাত্রা হয়েছে এবং হবে।
প্রয়োজনে ঐ উকিল সাহেবের কার্টুন বানিয়ে তা নিয়ে বের হবে মঙ্গল শোভাযাত্রা, তবু শোভাযাত্রা বন্ধ করা চলবে না।
বিপুল পরিমাণে জনসমাগম করে ঐ উকিল আর মৌলবাদী ধর্মান্ধদের সমুচিত জবাব দিতে হবে।
পরিচিতি পাওয়ার জন্য এমন অনেকেই উকিল নোটিশ পাঠায় এবং মামলা দেয়। এটা নতুন কিছু নয়। কিন্তু, তাদের কথায় নতিস্বীকার করা যাবে না। আমরা হেরে গেলে হেরে যাবে বাংলা সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের চেতনা। ঐ উকিলের নোটিশের বিরুদ্ধে তাঁকেই 'হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে রুখে দেওয়ার অপচেষ্টা' করার অপরাধে অভিযুক্ত করে পাল্টা নোটিশ প্রেরণের একজন উকিলও কি এই দেশে নেই?
দেশটা আমরাই চালাবো, আমরাই বাঙালি সংস্কৃতি, ছবি আঁকা, ভাস্কর্য গড়া, গান গাওয়া, অভিনয়সহ সকল সুকুমারবৃত্তি ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিয়ে যাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে, সম্প্রতি ঢুকে যাওয়া মৌলবাদের বীজদের রুখে দিয়ে আগামীতেও রাখবে।
জয় বাংলা।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২০