ক্যাডার বৈষম্যবিরোধীদের মহাসমাবেশে যাওয়ার আগে কিছু পরামর্শ
খুব বড় মুখ করে বলেছিলাম (লিখেছিলাম) "শুধু একটা ডাক দেন, অসুস্থ শরীর নিয়েও সীমান্ত থেকে চলে আসবো"। কিন্তু আমি যেতে পারছি না বলে ক্ষমাপ্রার্থী। শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার আমাকে কর্মস্থল তথা লালমনিরহাটেই থাকতে নির্দেশ দিয়েছেন। কারো প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আজকাল সবকিছু মেনে নিতে শিখে গেছি। নিশ্চয়ই স্যার যা সিদ্ধান্ত... বাকিটুকু পড়ুন