প্রতিটি জন্ম আলাদা
প্রতিটি কবি ও সংসার। আমাকে আলাদা থাকতে দাও
বিচ্ছিন্ন দ্বীপের মত বড় না হয়ে একই রকম,
প্রতিটি মানুষ আলাদা তার স্বপ্নও
করতলের রেখারা কিছুতেই মিলবে না সমতলে
প্রতিটি অক্ষর আলাদা, তাদের ভাব ও
তোমার সঙ্গে এক সাথে থাকা কি করে হবে?
তোমাকে চাইলেই আমার মত করে বানানো কি করে হবে?
প্রতিটি দু:খ আলাদা, স্বতন্ত্র প্রার্থীদের মত
মিলমিশ নেই, সুখও
আমাদের যাবতীয় জমি জমা সীমান্ত আলাদা
আমি আলাদা হবো না
তবে কি আর হলাম
আশ্চর্য বোধক চিহ্নের গন্ডিতে সবুজ বৃক্ষের মত
আলাদা কান্ডের উপর একেকটা নিজের পৃথিবী
যদিও নীল,
শুন শান আঁধার বিচ্ছিন্নতা দেবতার মত শাসন করে যায়
একেকটা উপাখ্যানের শেকড়, আমৃত্য জীবন জুদা হয়ে থাকে
ব্যক্তির কোঠরে
-
ড্রাফট ১.০