বইমেলার উন্মুক্ত প্রাঙ্গনে
খোলা অস্ত্র দিয়ে একজন লেখকের কুপিয়ে হত্যাকে
যারা কাছে স্বাভাবিক ঘটনা মনে হয়
আমি বলতে বাধ্য হচ্ছি সে অন্যতম যে এর ভিত্তি গড়েছে,
লেখনীর মৌনতা অহিরন্ময় পৈশাচিক,
শিক্ষার অঙ্গনে মৌলবাদে যে নীরব থাকে, প্রতিবাদ করে না তার ভীত পদচারণা হত্যাকে সহায়তা দেয়।
মধ্যযুগীয় হত্যাকাণ্ডের পর নিজের বারান্দায় ফুল পাতার ছবি নিয়ে খেলতে পারে স্বার্থমেহক। ফুল নয়, মানুষ। মানুষের কথা। অজ্ঞ তমস্রা থেকে বাঁচাতে হবে প্রতিটি অক্ষর,
ধর্মের বিধানের সাথে যুক্ত করে এমন আদিমতা দেখেছি একুশ ও একাত্তরে। যারা এখনো একই রকম নিজভূমে হত্যাকে প্রশ্রয় দেয়
তারা একাত্তরের ঘাতকের সমর্থকের মত।
-
ড্রাফট ১.০