দিনে দিনে বাড়বে
চোখের দু'পাশে হাসির দুপাশে, ঠোঁটের দু'তটে কণ্ঠাস্থি ঘিরে ঘিরে কিছু রেখা,
বটবৃক্ষ কেটে ফেললে আড়াআড়ি, পেঁয়াজ আনুভূমিক ফালি করে ফেললে
রেখারা পুকুরের ঢেউয়ের মতন একটির চারপাশে অন্যটি থাকে যেমন
প্রান্তে অজান্তে সজ্জিত হয় শরীর জ্যামিতি,
ছেয়ে যায় অনিচ্ছাতে মান, শনির বলয় যেমন প্ল্যানেটের চারপাশে আঁকড়ে থাকে,
বয়সের শনি অনিচ্ছাতে রেখা এঁকে দেয়,
আজ বা কাল, কাল বা পরশু ওই রেখাতেই সব সময়ের গোপন বারতা,
এক জন্মে শরীরের রেখাগুলো বেঁচে থাকে, যেমন কিশোরী মাতৃত্বের ন্যুজ রেখাময় হয়ে যায়,
চঞ্চল বালক রেখায় রেখায় চলে যাচ্ছে গোধূলীর দেশে,
দীর্ঘ বছরের করুণ আবহ বলে যাচ্ছে সময়ের কথা।
-
ড্রাফট ১.০