শূণ্যস্থান দখল করে লিখে গেলাম,
এখানে একটা কবিতা লেখা হবে
স্কুলে জায়গা দখল করতে
ব্যাগ রেখে আসতাম,
ভার্সিটির বাসে খাতা কিংবা কলম।
বিলম্বিতরা এসেই চিৎকার করতো,মগের মুল্লুক!
আমরা এসে এখানে কাউকে দেখিনি!
লম্বা টিকেটের লাইনে প্রায়ই সন্দেহ হয়,
লোকটা কি ব্ল্যাকার? নাকি কারো ড্রাইভার?
কদমতলা ঝিলে ফুটে আছে কলমিফুল
এখানে শপিং কমপ্লেক্স হবে। আর দুরে ভেসে থাকা
নীল পলিথিন ব্যাগের নিচে আমার দেড় কাঠা জমি
দখল চারদিকে, বল্লম, কলম, ব্যাঙ্কনোটে
আপাতত: জায়গাটা রেখে গেলাম। ভবিষ্যতে এখানে
বহুপদী সুরম্য কবিতা লেখা হবে।
------
নিরীক্ষামূলক কবিতা /ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৩১