প্রেমটাকে থামিয়ে রেখে
রাজপথে নেমে যাবো আজ
আজ এই দাউ দাউ রৌদ্রে
প্রস্তুতি যতটুকু আছে
শ্রমিকের দাম চেয়ে বাঁচার অধিকারে
শেকড়ে তুলে আনতে চাই
অন্ন চাই বস্ত্র চাই দাবী
ঠোঁট ছাড়িয়ে চলে যাবো
পোড়া টায়ার, ব্যারিকেডে
তালুতে লুকিয়ে ভবিষ্যতের অতীত
লড়াই করে বাঁচবো বাকি জীবন,
মজুরের লাশ করে
কপালে লেপটে থাকা নিহত ঘামকে
মানুষের সমুদ্রে
জনসভায় বয়ে নিচ্ছি আজ
বাইরে কারফিউ হচ্ছে, প্রহরী টেনে তুলছে
ঘুম থেকে। শোকাচ্ছন্ন চিমনিগুলো দিন দিন
কালচে হচ্ছে টিয়ারের বাতাসে
অধিকার পেয়ে গেলে
ফের প্রেমে টেনে নেবো তোকে
ততদিন জেনে রাখিস মেয়ে
ঋণগুলো শোধ হতে তুই নিজেও বাকি
-----
ড্রাফট ১.০