এই শহরেই গরম ধোঁয়ার উপর
পথ ভুলে উড়ছে এক ব্রাম্মিনী চিল ,
বিকেলে ফিঙে ঘুরপাক খায় নীল আকাশে
চিকন সাঁকোয়
বেনী দোলানো কিশোরী স্কুল থেকে ফেরে
নতুন বর্ষার পানিতে ভেসে আসে বেগুনী কচুরীফুল
এই শহরের প্রান্তে
নতুন কাদায় শিশুরা খেলে
কালো জলে ঢোঁড়া সাপ এঁকে বেকে চলে
রাজহংসীর মতো মাটির নৌকা নন্দীপাড়া এসে থামে
ট্রাকে করে ছুটছে দুরের কোথাও
বাসাবোর শেষ মাথায়
মন্দিরের বাড়িতে ঢাক বাজছে
শাঁখ বাজছে দূরবর্তী আকাশের আনাগোনায়
------
ড্রাফট ১.০