বেঁচে আছি, পথে হাঁটছি,
জেল পেষ্টে দাঁত মাজছি,
জন্মদিনের কেক কাটছি
- এই এক আশ্চর্য বিস্ময়।
অন্ধ থেকেও রঙ দেখছি
চাঁদ দেখে ঈদ করছি
দীনতাকে আড়াল করে মুভি দেখছি,
গল্প করছি, আড্ডা দিচ্ছি বেইলী রোডে
ভাতের সময় ভাত আসছে,
ডাল. সব্জি. দধি. ছানা পেয়ে যাচ্ছি সখ মিটিয়ে
ব্যস্ত কিন্তু সময় করে গান শুনছি,
দুনিয়া পাচ্ছি, বাড়তি সময় স্বর্গ চাইছি -
-অভিভূত হয়ে যাই ভাবলে এসব
ছেলে আমার উদোম থাকে না,
বোঝা টানে না, মিছিলে যায় না
তাঁত বুনি না, শ্রমিক হয়ে মাটি কাটি না,
বউ আমার শাড়ী কেনে,
মেয়ে আমার থ্রিপিস কেনে,
পরের বাড়ি বাসন মাজে না
জ্বর হলে ডাক্তার আসছে,
পথ্য আসছে, ফুল আসছে,
ফেলে যায় নি,
কানা থালা, চট বিছিয়ে ঢেকে দেয়নি।
আমি তো নই ভিন্ন কিছু হাত ও মাথায়,
তবু কেন পুরষ্কৃত হতে গেলাম?
জন্মসূত্রে লটারীটা জিতে গেলাম?