চামুচ দিয়ে খাইয়ে দিতে হয়
তবুও কী প্রাণোচ্ছল কিশোর
হেসে বললো, ইস!
যদি থাকতো আপনার মতো হাত? কত রাত
ঘুম ভেঙে ইচ্ছে হয়
ছন্দ দিয়ে কথাগুলো লিখি
ক্রেয়ন রং ঘষে ঘষে দোপাটি ফুল আঁকি
মৃত্যুশয্যার বুড়োটা বলেছিল,
শুধু যদি আরেকটি দিন পেতাম
ইচ্ছে ছিল গল্প লিখে যেতে
কথাগুলো রয়ে যায় বাকি,
রূপ বদলায় নদী
ভাঙে পাহাড়, ভাঙে দু' পার
একদিন মিশেই গেলাম মোহনার চরে
হাত আছে,
মন আছে
জানালা মেলে দিলাম জোছনায় এবং মেঘে
হৃদয় খুলে দিলাম বিষন্নতার সুখে
সময় মিলে গেলে
এখন শুধু ইচ্ছে হওয়া বাকি
---------------------------------------
ড্রাফট ১.৫/ সংযুক্তি:
ইচ্ছেগুলো বড় খামখেয়ালী,
আর মানুষগুলোও।
ইচ্ছে করেই ইচ্ছেগুলোকে অবহেলায় ফেলে রাখি
তাই ইচ্ছেগুলোও আর ইচ্ছে করে আসেনা।
- বিষফোঁড়া
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৪