পাখী হয়ে শেফালীর পাতায়
পালকে শিশির তুলে নিতে
দু পশলা রাধাচূড়া ফুল; কখনো চিরতা
তুমি থেকে তুই হতে
না চেয়ে,
একদিন গ্রহণে চলে গেছে সূর্যালোকিত মেয়ে
ঘরে ফিরে গিয়ে সন্ধার ছায়ায়
কঙ্কনপুরে মাটিয়াল বাড়ি
নখের আলতায়
ঝড়ো হাওয়ায়
ভাল লেগে গেলে
বনানীর গর্ভাঙ্কে শাদা বেগুনী ফুল
মৌনতার ছায়ায়; আরো কত নাম
স্পর্শ কি স্পর্শ করে অভিমানী ঠোঁট জল?
ছিপালেরা দীঘি খুঁজে পেলে
বসে কি থাকে না অপেক্ষার চোখ ও অঘুমে?
তুমি থেকে তুই হতে
পুড়ে গেছে মন বেহাগে
পুড়ে পুড়ে এবার নবান্ন উঠেছে অঘ্রানের ধানে
----
ড্রাফট ১.২
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৪৩