লেন দেন মিটে গেছে
একাকী ফিরে এসে ঘরে
কাউকে হবেনা আর বলা
কেন ফিরেছি
নিজেকে গুটিয়ে রেখে অবেলায়
সন্তর্পনে স্মৃতিগুলো জপে যেতে হয়
প্রথম দেখায় লাগেনি ভালো, বরং ঘৃণা বা ভয়ে -
মায়ার ঘুড়িসুতো
বেদনায় ছিঁড়ে গেলে,
ভাষাহীন হয়ে গিয়ে
শুধুই কেঁদেছি
হাতে ছুঁয়ে হাত
আঁচলের নদী তীরে শুয়েছি হেমন্তের রাত
এভাবেই ভালবাসা বুঝি
যে জন্ম দেয়ে সেই জেনে যায়
একদিন সেও সন্তর্পনে ঝরে গিয়েছে শিশিরের ছায়ায়
পাহাড়ে এসেছি পায়ে হেটে
প্রেমময় ধ্বংসের হাতে নিজেকে সঁপে দিতে
পুরোহিত ও ঘন্টা সাক্ষী রেখে
হয়তো বিষাদ ও ক্লান্তিকে পেতে চেয়ে
লটারীর চাকায়
মিলেছিল বৃষ্টি ও পুর্নিমা
আল্লাতুর মতো ক্রোধ ও প্রেমে
মনের ভিতর পড়ে আছে তার আট আনি দায়
এভাবে একাকী
ভালবাসা, মুদ্রা, ফুল এবং ম্লান চোখগুলো
বার বার গুণে দেখি খুব মমতায়
----
ড্রাফট ১.০