বুকে বুক রেখেও
দু'জন রয়ে গেলাম অচেনা
অতীতের কোন ক্ষত সে ওড়নায় ঢেকে আছে
এদিকে নক্ষত্রের দুরবর্তী আলো
গোপনে বৃষ্টি ঝরায় আমাকে
একই তলায় থাকি, ঘুম যাই, সিঁড়ি ভেঙে দোতলায়
উঠে যাই - একই টেবিলে খেতে বসি
তারপরও দু'জনকে দু'জন দেখতে পেলাম না কখনো
শীতের মচমচে পাতার ওপর
ভিন্ন পথে হেটে যাই পরষ্পরের হাত ধরে,
আমি থামি, সেও থামে
জানা হয়নি কোথায় তার ক্ষরণ
দু'জনে না বলেই সুখে থাকি,
আর ব্যথাগুলো একা ও আনমনা করে দিলে
দখিনা জানালায় অতীতেরা উড়ে আসে
চুম্বনের নিয়মিত সুখে মিশে যায় জীবনের রস
তবুও মিলে যাওয়া নদীর মতো আলাদা দুই রঙ
--
ড্রাফট ১.৫ / এটা তো অনেক সহজ