আমাকে কে ভালবেসে জেগে থাকে রাত
নেই যেন জানার উপায়
এত ভালবাসি যাকে তারই নেই জানা
সে শুধু বোঝে যতটুকু লিখেছি নীল খামে
কথা ও চোখের ইসারায়
কখনো সে সামান্য ঘৃণাকে
মনে রাখে,
সবটুকু ভাললাগা মুছে যায়,
সামান্য অবহেলা পেলে আমাকে সে চিনে রাখে
বুকের মাংস ছিঁড়ে যায় না দেখানো
তাকে ভালবেসেই ভাল থাকি
রাতের গভীরে যত্ন করে তুলে রাখি নক্ষত্রের আলো
ছলনা যাচাই হবে
তেমন পথ জানা নেই
মিথ্যে মিথ্যে চাঁদ ফুল বলে রূপ নিয়ে চলে যায় তারা,
তাকে আমি ভালবেসে জেগে থাকি রাত
কী আবেগে ভিজে যাই একাকী বর্ষায়
কতটুকু আর লিখে বলা যায় কাগজ পাথরে
কথা ও চোখের ইসারায়
------
ড্রাফট ১.০ / সরলতম প্রেমকাব্য
তখন সত্যিই বৃষ্টি শেষে আকাশ ছিল কালো মেঘে ছাওয়া
মুঠো মুঠো আলস্যে ঝাঁপি খোলা এক দোকানে বসেছিলাম
আর স্বয়ম্বর একাকীত্বে শব্দগুলো উঠে এসেছিল