গাড়ির কাচ খুলে গ্রাম দেখছি
এক্যুরিয়ামে সাঁতার কাটছে ষোড়শী বালিকা
শাপলা দুলছে, পুকুরে ডুব দেয় মাছ
বুদ্বুদ খেয়ে তাজা আছে শালুক হাওড়
এক্রেলিক দিগন্তে
সুখী কৃষকেরা মাথাল মাথায়
জয়নুলের কাঠের বলদ নিয়ে
মাঠে যায়, চাকা ঠেলে তোলে এটেল কাদায়
নদী তীরে বনসাই বটের ঝুড়ি
রাখালিয়া বাঁশি দেয়ালে
মেঠো সুর ছড়ায় আর ঢেঁড়সের সব্জির চাদর
চেয়ে চেয়ে দেখে জানালার রোদ
নকশী কাঁথায় নোলক বধুরা হাত ঢেঁকিতে
ধান কোটে, ফুলঝুড়ি, পাপড়, ভাপা পুলি পিঠে বানায়
রাত জেগে সেসব পিঠে বধুরা বেচে
শাহবাগের মোড়ে
---
শব্দ জট ১.০/