এই পেন্সিলটা যেন বোকার বলা গল্প
পথে পথে যার
কয়লা হয়েছে হাড়
আঙুল আঁকড়ে চলতে চলতে
দেখতে দেখতে সে ছোট হয়ে যায়
কখনো লেখে, কখনো আঁকে, কখনো ভাঙে
বোকা ছাড়া প্রেমের চিঠি কে লেখে অবেলায়?
আর নিজেকে ক্ষয়ে সৃষ্টি করে?
গ্রাফাইটের কাঠিটা কি দু:খবিলাসী?
ছুরি নিয়ে এলে মাথা পেতে দেয়
আহত হওয়াই যেন তার সাধ!
আঁকিয়ে প্রভুরা সুযোগটা পেয়ে কালো হৃদপিন্ড বের করে
হাতে ডলে ছবি বানায়
অন্যরা বলে, দারুণ হয়েছে
এভাবে খুশী করতে চাইলে তাকে মাথা থেকে
নখের গোড়া পর্যন্ত বিলিয়ে দিতে হয়
পেন্সিল মুছে দিতে জানে
আমাদের গল্পগুলো পার্মানেন্ট কালির মতো জেদী
ইতিহাসের ভেজা কলারে লেগে থাকে দাগ
পেন্সিলের লাল রবারের মতো
দাগগুলো মুছে দিতে পারলে
জীবনটাকে সহস্রবার বদলে নেয়া যেত