এখানে মানুষগুলো রহস্যপূজারী
সীমা না পেয়ে আগুনের,
সীমা না পেয়ে বাতাসের
সেখানেই ছবি আঁকে বিধাতার, দিগন্তের মার্জিনে
লিখে রাখে স্তুতিবাক্য, বন্দনা করে অজেয় চূড়াকে
ছুঁতে চায় মাটির অতল, সাগরের অন্ধকার
চোখ বুঁজে মেরুর তুষারে করে পায়চারী
শূণ্যে উড়ে যেতে চায়
শান্ত সংসার ছেড়ে অজানা সমুদ্র দেয় পাড়ি
দল বেঁধে মৃত্যুকে ঘিরে
যাদুর লবন ছুড়ে
বৃষ্টির গান করে আদিম পাহাড়ী
-----------
ড্রাফট ১।০