এক পরিচিত ঈশ্বর নিজেই ধর্মান্তরিত
হয়ে যাবার ঘটনায়
ঘরে ঘরে ছবি নামানোর হিড়িক পড়েছে,
উপাসনালয় নাম বদলে মার্কেট হচ্ছে
ছি ছি বলছে পরধর্মের মানুষেরা
আরাধনাকারীরা
যত না বিপদে তার চেয়ে বিচলিত
যারা নিজেরা এবং সন্তানদের কে জীবন শিক্ষা দিয়েছে
সেই ধর্ম থেকে
স্তুতিগুলো বদলে কোথায় যাবে কে জানে!
সুর করা নীতিগল্প এবং গানকে কি ছুড়ে ফেলা দরকার?
তার বলা সদা সত্য কথা বলা এবং মানুষ মানুষের জন্য উক্তিগুলোকেও
নিন্দা করে, ঘৃণা ছুড়ে মিছিল হয়েছে
ফলনের পর পর আপেলগাছে পোকা ধরলে
তার জন্য ফল কে নষ্ট হতে দিতে কেউ সরাসরি নারাজ,
বাকিরা কানাঘুষা করছে - যে প্রভু নিজেই
উল্টো পথে চলছে, তার ধর্মপুস্তকের বানীতে
আর কোন মানুষের উপকার হবে না
ঐশীবানীর পাতা দিয়ে
বরং কাগজের ঠোঙা বানানোই উত্তম।
--------
এটি একটি জেনেরিক কবিতা। নির্দিষ্ট কোন ঘটনার সঙ্গে মিল দৈবাৎ
ছবি: পালসার PSR B1509-58 যাকে ঈশ্বরের হাত বলা হয়