ম্যাগনোলিয়ার বাড়ন্ত গাছে বেগুনী ফুলের ডালি
বাদামী চটে টিনের সানকী হাতে পীরের মাদুলী
শুভ্র সফেদ কাশফুল দোলে, শান্ত নদীর পার
কোকের ক্যান, টোকাই ছেলে, ভাজা মুরগীর হাড়
পুর্নিমা রাত দুধেল জোছনা সুতো বোনে চাঁদ বুড়ি
নেশার পুরিয়া, ছিচকে চুরি, পোড়ানো গাছের গুঁড়ি
জলটলমল ঢেউয়ের নদী, পাল তুলে নাও ছোটে
কালো নর্দমা বাসনের তেল ব্যাঙাচিরা এসে জোটে
সবুজ ধান, শর্ষের ক্ষেত, হলুদে আকাশ নীল
ত্রিভুজে যাত্রী প্যাডেলে হাড্ডি, ব্যস্ততা মতিঝিল
বোগেনভেলিয়া লতানো ঘন্টা, স্বর্ণলতার ঝোপ
মিছিলে টিয়ার, পোড়ানো টায়ার, শঙ্কা, চাপাতি কোপ
বিকেলের রোদ, চড়াই পাখি, শাপলা ফোটা পুকুর
সোডিয়াম রাত, দেয়ালে চিকা, ঘুমায় মানুষ কুকুর
--
ড্রাফট ১.০
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৭:৩০