ঘুমায় শহর
নোলক খুঁজছে মেয়ে
দমকা হাওয়ায় উড়ছে বুকের চাদর
ঘুমায় শহর
নীল পাতলা ধোঁয়া
স্নেহময়ী জাগছে রমনা মোড়
ক্লান্ত হয়ে থামার কেউ নেই, ছোট্ট নদী ফিরেও ডাকে না
ঘুমায় শহর
চৌরাশিয়ার বাঁশি
বন্ধ কাচে হাজার স্বপ্ন বুনি
ঘুমায় শহর
শিশির জমা হাত
বেঁচে থাকার তিনটি তারা গুণি
জাগিয়ে রাখার গোপন কেউ নেই, ছোট্ট নদী ফিরেও ডাকে না
ঘুমায় শহর
ছেলে ভুলানো গানে
কমলা আলোয় মানুষ এবং কুকুর
জাগছে শহর
জাগছে সকাল ভোরে
ব্যস্ত পথে বাড়ছে হাজার ভীড়
কুড়িয়ে পাওয়া মানুষ জাগছে ভোরে
হলুদ ধান আঁকছে স্বপ্ন ঘোরে
ব্যস্ত দেশে আপন কেউ নেই, ছোট্ট নদী ফিরেও ডাকে না
---
গান / ড্রাফট ১.০ / অনুপ্রেরণায় নস্টালজিক
একটি নিরীক্ষামূলক পোস্ট