রবার্ট ফ্রস্টের দুই মুখো সড়কের সামনে
দাঁড়িয়ে তরুণ - একদিকে হতাশার গাছে
ডালে ডালে নিশি জাগা কাক,
পাতায় পাতায়
ঝুলছে সিডাক্সিন, মিলিগ্রাম মিলিগ্রাম ফল
কংক্রিটে সিরিঞ্জ অথবা
নেশাচূর্ণ ধুতুরার বিষ
দ্বিতীয় পথে ক্ষীণ কুয়াসা,
ডুবু ডুবু সুর্যের শীতল বরফ, গাইতি
ফুল চাষ আর কাঁটায় রক্ত পা
কাস্তে নিয়ে ধান বোনার আশা
আগাছা উচ্ছেদ করে বছর বছর ধরে
সময়ের অপেক্ষায়
তরুণেরা কষ্টের পথে নেমেছিল গ্রীসে,
মধ্যযুগে, আবার নামবে অথবা নামছে।
মানুষ জন্মসূত্রে দ্বিতীয় পথই চায়
-----
ড্রাফট ১.০