কলম ডাকিয়া বলে শুনেছ কী বোর্ড
একদা আমার কাছে হেরে যেত সোর্ড
যদিও বা ডিজিটালে হয়ে গেছি জীর্ণ
মমীদের প্যাপিরাসে রয়ে গেছে চিহ্ন
লেখা ছিল দরকারী, কাগজ গাছের ছালে
ভুসা দিয়ে কালি হতো, আঁকতো বাঁশের ডালে
গজদাঁত স্টাইলাসে লিখেছে গ্রীসের কবি
চামড়া পাথরে বাণী, রেখে গেছে মহানবী
মহামতি অশোক, লিখেছিল বালিতে
রেনেসায় লেখা হতো পালক ও কালিতে
বারবার কালি নিয়ে করে কত কষ্ট
অর্ধেক লিখতেই নিব হতো নষ্ট
ওয়াটার ম্যান এনেছিল ফাউন্টেন লেখনী
এযুগে অনেকেই সে কলম দেখনি!
বলপেনে বাজীমাৎ করে লাজলাও বিরো
প্রযুক্তি এমনি আজ হিরো কাল জিরো
পেন গেছে কবরে ডিজিটালও রবেনা
টেকনিক বদলাবে লেখা ক্ষয় হবে না