তবে কি উল্টে গিয়ে বালিঘড়ি
নিভে গেল আঙুল জড়ানো মধুর সময়? ছটফট বুকে নিতে,
ফাউন্টেন অথবা ঠোঁটের কলম,
পার্কের ঘাসে বাদামের গুঁড়ো পড়ে রয়, সেই পাখির উপমা, মধুমতী
নদীটা বহুদুর বয়ে গেলে চরে হাঁটু নামে
তবে কি বাজারের ফর্দটাই শেষ প্রেমপত্র?
ঘামে ভেজা বিছানায় মৃতদেহে
উর্ধ্ব নিচ পাজামার ফুল
উনানে শরীর নিভে গেল কোথায় সে
ঝুড়ি ঝুড়ি সুস্বাদু বনরুটি? তাজা আপেল,
কতবার স্বর্গছাড়া হতে হতে
চুম্বনের ধারালো সেতু দুজনে
পার হই অন্ধকারে
শিশুর কান্নায়, তবে কি শিশুটাই সেই প্রেমপত্র?
গোল মোচড়ে দরজা খুলে
কর্মরত গলার ফাঁস খুলে, হরিনীর চোখ
সাজানো সেই বালুর পতনে, বদলে গিয়ে
উড়োবৃষ্টি মেঘের ঘর্ষণ
স্বজনের মৃত্যুধারা, মর্টগেজ, উচ্ছেদী যন্ত্রকোদালে
কাঁপা দেহে বেঁচে থাকে বারান্দার চেয়ার, তবে কি
ক্লান্ত ঘাড়ে গুঁজে দেয়া মাথাটাই প্রেম?