অতিরিক্ত প্রশংসা ঢেলে দিলে
দুষিত চিনির ফেনায় ভেসে
সাহিত্যিকেরা অ্যামিবা হয়ে যায়
নিজের পুরনো গল্প খুঁজে খুঁজে
তারা নিজেরই গল্পের প্রতিরূপ সৃষ্টি করে ৃ
পিছনের সারির লেখকেরা সফলতা পেতে
বার বার নিজেদের ভেঙে গড়ে দেখে
সুতরাং, বাঁশি বা হুইসেল যেটাই বাজানো হোক
একটু রয়ে সয়ে;
হাত তালি বা হেমলকের বিষে তার ভয়াবহ ক্ষতি
যখনই পড়তে থাকো ছাপানো শব্দাবলী
কাল অক্ষরেরা তোমার ঔরসে নতুন জন্ম নেয়
পিতার মতো প্রয়োজন সোহাগ ও শাসন
দাঁড়াতে গিয়ে, হাঁটতে গিয়ে
দু একবার পড়ে গেলে যাবে
চিৎকার করার কিছু নেই,
বেড়ে ওঠা দেখার কিছু আনন্দও থাকে
বাঁচিয়ে রাখা এবং চলমান রাখা তোমার কাজ
রবীন্দ্রনাথদের নকল বানিয়ে ফেলা নয়
--
ড্রাফট -২.০