১
উঁচা উঁচা গর্মণস** তঁহি সিলই শবরী বালী।
কড়ঁই ণীযুতা বেহসা শাহিব গিবত সোণে মালী।।
ণীবেতণ শবরী পাগল শবরী পাঞ্চেশা বীতণ তোহৌরি
নিদে শাহিব উঁচা দালাণঅই ।।
অর্থ:
উঁচু উঁচু গার্মেন্টসে সেলাই করে শবরী-বালিকা ;
নিযুত কড়ির(প্রচুর অর্থের) ব্যবসা করে সাহেব ,গলায় তার সোনার চেইন।
বেতনহীন শবরী,পাগল শবরী, পাঁচ শত টাকা মজুরী
বড় সাহেবেরা উঁচু দালানে ঘুমায়
২
নগর বাহিরেঁ রে গর্মণস শবরী কুড়িআ
ছোট ছোট জোহ সো শাহিব নাড়িআ ।।
অর্থ:
নগরের বাইরে গার্মেন্টসের শবরী বালিকারা থাকে
বড় সাহেবেরা খুব যত্নে সে সব ঘর এড়িয়ে চলে।
----------------------------------------------
নিরীক্ষামূলক কবিতা । **নতুন শব্দে (গর্মণস=গার্মেন্টস, সিলই=সেলাই, শাহিব=সাহেব/মালিকপক্ষ, ণীবেতন=বেতনহীন) চর্যাপদের বানান রীতি অনুসরণ করা হয়েছে।
চর্যাপদের ইতিহাস, বানান রীতি, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব জানতে
----------------------------------------------
চর্যাপদের মূল কবিতা:
১
উঁচা উঁচা পাবত তঁহি বসই শবরী বালী।
মোরঙ্গি পীচ্ছ পরহিণ শবরী গিবত গুঞ্জরী মালী।।
উমত শবরো পাগল শবরো মা কর গুলী গুহাড়া তোহৌরি।
ণিঅ ঘরণী সহজ সুন্দরী ।।
অর্থ :
উঁচু উঁচু পর্বতমালায় বাস করে এক শবরী-বালিকা ;
ময়ূরপুচ্ছপরিহিতা সেই শবরী ,গলায় ওর গুঞ্জার মালা।
উন্মত্ত শবর ,পাগল শবর ,গোল করিও না----
তোমার গোহারি , তোমার নিজ গৃহিণী সহজ সুন্দরী ।
২
নগর বাহিরেঁ রে ডোম্বী তোহারি কুড়িআ
ছোট ছোট জোহ সো বাক্ষ্মণ নাড়িআ ।।
অর্থ :
নগরের বাইরে ডোম্বী তোমার ঘর ।
ব্রাক্ষ্মণরা খুব যত্নে সে ঘর তোমার এড়িয়ে চলে।
সুত্র