১.
চারটি বছর দাঁড়িয়ে থেকে বৃষ্টি জলে,
স্তুতি করে, পদ্য লিখে মিথ্যে বলে,
যত্ন করে রাত্রি জেগে পত্র লেখা -
স্বর্গ পেতো এক মুহুর্ত হলে দেখা
নিষেধ, নিয়ম, শাসন-তুফান কমায়নি টান
আঁকড়ে ছিল দুহাত যেন বিপ্লবী প্রাণ
২.
দুজন এখন স্বপ্ন চূড়ায়, তবুও নেই পুর্ণতা
ভালবাসে যখন তখন, প্রেমে খরা, শূন্যতা
বিপ্লবীরা যুদ্ধ শেষে যেভাবে হয় কর্মহীন
বিরহ গাছ জল না পেয়ে
বাধা নিষেধ হারিয়ে গিয়ে
ফুরিয়ে গেছে জয়ের নেশা, কাঁটাগোলাপ প্রেম রঙিন