উর্ধব গগনে ঘোলা আবছায়া দৃষ্টিতে যেন ছানি
পলকে পলকে নেমে আসছিল আসমান খোঁড়া পানি
তরল ঝালাই কারখানা যেন বৃষ্টি ঝরার শব্দ
বিষাদ স্মৃতির মনসা কাঁটায় হৃদয় ক্ষরণে স্তব্ধ
কফির চুমুক, ঢাকা বারান্দা, চেয়ারে হেলানো পিঠ
পৌষ আসছে, গরম কমছে নামছে কিছুটা শীত
নিচে ভিজছিল টোকাই ছেলেটা, কাঁপছে উদাম গায়ে
বাপে বিয়ে করে, রেখে গেছে ফেলে, "কামে গেছে" তার মায়ে
ব্রীজের পেটের উঁচু জায়গায় জমে গেলে বেবি, গাড়ি
দুই এক টাকা বকশিষ পেলে ঠেলে দেয় তাড়াতাড়ি
সেদিন বাদলে জলটুম্বুর, নেই গাড়ি লোকজন
ক্লান্ত বালক ভিজছে হতাশ, হবে না উপার্জন
কিছু না পেলে হোটেলে কুড়াবে ফেলনা গোস্ত-হাড়
মা ফিরে এলে পেট ভরে খাবে সিদ্ধ চালের মাড়
উর্ধ্বে আকাশে কাব্যিক মেঘে অস্ত গিয়েছে রবি
নিচে ঘুমাচ্ছে, সমাজের দায় জীর্ণ অসার ছবি
দোতলায় বসে কফি পান করে মাঝ বিত্তের মানুষ
জীবনানন্দ, রবীন্দ্র পড়ে, উড়ায় ভাবের ফানুস।