শিল্পীর কলমে সুনন্দা বার বার জন্মেছিল চাঁদ,
পাখি, ফানুস বা কয়লা কালো রাতে ঝিঁঝিঁর করাত
কবিরা চতুর বণিক সওদা জানে রূপসী অন্তর
ভাবের চিকন জালে সপ্তসিন্ধু সেঁচে আনে দুচোখ ডাগর
জান তো, দুর্মুল্যের দিনে - ভাল পণ্য তেমন নেই
কাড়া কাড়ি কবিদের নিজেদের প্রিয়াকে সাজাতেই
পদ্যের বাজার ঘুরে, ইতিহাস চষে না পেয়ে নতুন উপমা
ভালবেসে বাকিতে কিনে নিতে এলাম তোমায় নিরূপমা