আমি তোমার নেশায় মাতাল হবো
দিক বিদিক পথ হারাবো,
বুনো হবো, পথ হারাবো, দীপ নেভাবো
দাঁতাল হবো, কাঙাল হবো,
দিন দুপুরে, হাত বাড়াবো ।
কোমল ত্বকে আদর নেব । বন্ধ চোখে ফিরিয়ে দেব
আড়ি নেব - নিরব হবো - বাচাল হবো
ভাব বদলে বন্ধু হবো।
সত্য হবো, ছল করবো - তোমায় নিয়ে
ঘর করবে । ভেঙে চুড়ে মিষ্টি করে
ছুঁয়ে দেবো, লবন হবো, টক হয়ে
গভীর জলে গলিয়ে যাবো । তোমার জন্য
গোলাপ তুলবো, ধীরে ধীরে গল্প হবো
নরম কাঁদায় লুকিয়ে যাবো - শুশুক হয়ে
জল গোছাবো , কষ্টটাকে মুছিয়ে দেব ।
কষ্ট হবো, জানলা খুলে পালিয়ে যাবো
চিঠির পাতায় বিরহের চাতক হবো
রোদ বিকেল মাঠের ঘাসে মাতাল হবো,
কথায় কথায় স্মৃতি হবো - দুর বাতাসে
মহুয়া ফুলে, পলাশ হবো শিমুল হবো
মাঠ বানাবো কাদা মাঠে শিশুর মত
লুটো পুটি খেলতে যাব । একা হবো
কবি হবো - তোমার জন্য
লাজুক হবো । লাজ কুড়াবো পাশে বসে।
ঠান্ডা চায়ে তোমার আঙ্গুল
জড়িয়ে নেব । চিনি নেব চুমুক চুমুক
ঠোঁট রাঙাবো দেহের জলে, তোমার ফুলে
শুষ্ক হবো - ভেষজ হবো । মিশিয়ে দেব
সারিয়ে দেব হামান দিস্তা দুই শরীরে ।
বাউল হয়ে নি:স্ব হয়ে দুই হাতে ভিক্ষা চাইবো
মশলা মেখে পায়রা জোড়া, গহীন বনে ভুখ মেটাবো । দেহের তাপে
শীত তাড়াবো, গোপন ঘাসে হাত চুবিয়ে
লজ্জাবতীর ঘুম তাড়াবো ।
শান্ত হবো, বিকেল হবো - সুর্যরঙে অনেক দেখবে
মাছের খেলা, শাপলা তুলে তোমায় নিয়ে
ডুবে যাবো শেকড় ডুবা পুস্কুরিনী
অনেক গভীর । উল্টে দেব
পাল্টে দেবো, ডিঙি নায়ে মাঝি হয়ে
পৌছে দেব তোমার বাড়ি
জংলা হবো, জোনাক হবো, গাছের গুড়ি
পিষে দেবো, ঝড় তুলবো, ফুল ছিঁড়বো
নাভীর কেন্দ্রে জোয়ার হবো, চটুল হবো
অতুল হবো, দমে দমে সুখ বিলাবো । পুতুল হবো
তোমার হাতে খেলনা হবো। শিল্প হবো, পেখম তোলা
ময়ুর হবো, খোলা মাঠে ছড়িয়ে যাবো। পাখির মত
ঘর বানাবো । ঘৃণায় ঘৃণায় নত হবো
অবহেলায় তাড়িয়ে দিলে দু:খী হবো
বোবার মত তোমায় চেয়ে কবি হয়ে
চোখ ভেজাবো।
আমি তোমার নেশায় মাতাল হবো
আদিম হবো, আদম হয়ে স্বর্গ ছেড়ে ধরায় আসবো
ভালবাসায় অন্ধ হবো,
নি:স্ব হবো, কবি হবো সুখে দু:খে সঙ্গী হবো
----------------
ইচ্ছা করে ...