এই লেখাটা তাদের জন্য যারা নিয়মিত ফটো ফ্রেম বিষয়ক প্রশ্ন ভাবেন,
- ফ্রেম কত বড় হলে ভালো?
- ফ্রেমের ভিতর ছবি কত বড় হলে ভালো?
- ফ্রেমের ভিতরে ম্যাট বা বর্ডার কত হলে ভালো?
সবার একটা কথা মনে রাখতে হবে, ফ্রেম = প্রস্থ (W) x উচ্চতা (H)। এই হিসাবে একটা ফ্রেম পরিমাপ করা হয়।
হরাইজন্টাল ফরম্যাট হলে প্রস্থ বেশি আর পোট্রেট হলে উচ্চতা বেশি।
সাধারণত একটা ফ্রেম কাঠের/প্লাস্টিকের অংশ আধ ইঞ্চি বা বেশি হতে পারে। যত মোটা তত দাম। কাঠের হলে দাম বেশি।
ফ্রেমের ভিতর যে সাদা বা কালো বর্ডার থাকে তাকে বলে ম্যাট। এই ম্যাট মানে বর্ডার বিভিন্ন সাইজের হয়। কত হলে ভালো সেটা নিচে দেওয়া হলো। ম্যাট দিতে ইচ্ছা না হলেও সমস্যা নাই।
আপনার কোন ছবির ফ্রেম কত করলে ভালো লাগবে সেটা আপনার ঠিক করে নিতে হবে। দেয়াল বড় হলে বড় ফ্রেম ভালো লাগবে। জায়গা বেশি থাকলে ফ্রেম বড় করতে পারেন। অনেকগুলো ফ্রেম দিয়ে গুছিয়ে নিতে পারেন। এই ফ্রেম গোছানিকে বলে কিউরেশান মানে আর কি ডেকোরেশান।
কেউ ২ ইঞ্চি না বুঝলে বুড়া আঙ্গুল দেখাই দিবেন, বেশিরভাগ মানুষের বুড়া আঙ্গুল ২ ইঞ্চি।
৩ ইঞ্চি না বুঝলে মধ্যাঙ্গুলি মানে ওইযে অশ্লীল সাইন দেখাই দিবেন, ওইটার মাপ ৩ ইঞ্চি।
৫ ইঞ্চি না বুঝলে তর্জনী আর বুড়া আঙ্গুল দুইটা চওড়া করে দিবেন। এই দুইটা আঙ্গুল যেখানে মিলিত হয় সেখান থেকে মাপা শুরু করবেন তর্জনী আঙ্গুলের মাথায় গিয়ে থামবেন। তাহলে, ৫ ইঞ্চি পেয়ে যাবেন। হাতের কাছে ফিতা বা স্কেল না থাকলে এই পদ্ধতিতে প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। বিভিন্ন ফ্রেমের মাপ এই ম্যানুয়াল পদ্ধতিতে নিয়ে নিতে পারেন।
আশা করি, ফ্রেম ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে।
হ্যাপি ক্লিকিং
অয়ন আহমেদ
ayonahmed.com
ছবি ক্রেডিট: ইন্টারনেট
#অ_আ_ফটোগ্রাফি
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৯
১. ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২০ ১