স্বপ্ন কন্যা ইদানিং বেশ স্বপ্ন দেখি
কতটুকু সত্য-মিথ্যা জানিনা
তবুও ভেতর বাহিরে স্বপ্ন আঁকি
তুমি আসবেনা সেতো ভাবতে পারিনা,
তবে দেবেনা জানি ফাঁকি।
প্রতিরাত ঘুমোবার আগে স্মরণ করি তোমায়
জড়িয়ে আছো সমস্ত বুক জুড়ে জানায় অজানায়।
আমার ক্লান্ত আঙ্গুল তোমায় নিয়ে
রচনা করে গল্প,
তুমি যে আমার অল্প অল্প।
কাগজের নৌকর মতো ভেসে বেড়াই বৃষ্টির জলে
গন্তব্যহীন কোন দিকে, স্বপ্ন কল্পনার ছলে,
আমি আর আমি সেই আশায় যদি আসো তুমি।
ঘাস যেমন মাড়িয়ে যায় লোকে
তেমনি তুমি স্বপ্ন আমার বুকে
গড়াও স্বপ্ন চড়াও।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৬