somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ইচ্ছে মন

আমার পরিসংখ্যান

অজেয় বিক্রম শিবু
quote icon
একজন খেঁটে খাওয়া মানুষ
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ঘাসের ঘটনা

লিখেছেন অজেয় বিক্রম শিবু, ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৬


স্বপ্ন কন্যা ইদানিং বেশ স্বপ্ন দেখি
কতটুকু সত্য-মিথ্যা জানিনা
তবুও ভেতর বাহিরে স্বপ্ন আঁকি
তুমি আসবেনা সেতো ভাবতে পারিনা,
তবে দেবেনা জানি ফাঁকি।
প্রতিরাত ঘুমোবার আগে স্মরণ করি তোমায়
জড়িয়ে আছো সমস্ত বুক জুড়ে জানায় অজানায়।

আমার ক্লান্ত আঙ্গুল তোমায় নিয়ে
রচনা করে গল্প,
তুমি যে আমার অল্প অল্প।

কাগজের নৌকর মতো ভেসে বেড়াই বৃষ্টির জলে
গন্তব্যহীন কোন দিকে, স্বপ্ন কল্পনার... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     like!

বৃষ্টিবার

লিখেছেন অজেয় বিক্রম শিবু, ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৫


টিনের চালে বৃষ্টির শব্দ শুনি
আর নূপুরের রিনিঝিনি গুনি
মনে হয় তুমি আসছো, জলে ভাসছো
বৃষ্টির।

তুমি এসো ঠিক সেদিনের মতো
তোমার অপেক্ষার অতল কথা কতো
বিস্মৃত হয়ে যায়,
আমি শুকনো, হৃদয় শুকনো...

তোমার আসার পথের মাঝখানে কিছু বৃষ্টি
সেখানে বসেই দুই একটা লাইন, কিছু সৃষ্টি

আজ বৃষ্টিবার
আজ বৃষ্টি
সকালটাই সন্ধ্যা
সৃষ্টি হলোনা কোন কিছু
আধ ফোঁটা রজনীগন্ধা

টিনের চালে বৃষ্টির শব্দ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

সময়

লিখেছেন অজেয় বিক্রম শিবু, ০৮ ই মে, ২০১৭ দুপুর ১:৫৫


মাঝেমাঝে লিখতে গিয়ে আমার হাত চলেনা
আঙুল গুলো লক্ষ্যচ্যুত হয়, কেঁপে উঠে হাত,
ঠোঁট জোড়া শুকিয়ে যায়, ক্ষমতাহীন হয় শব্দ ছড়াতে।
তৃষ্ণায় জর্জরিত কণ্ঠনালী কেমন জানি গলাটাকে
ভারি করে দেয়।

মাথা তুলে সামনে তাকিয়ে দেখি, গাছের সবুজেরা
সব তোমার রঙ ছুঁয়ে কেমন জানি মিলেমিশে আছে
মাইল পেরিয়ে মাইল চোখ ঝাপসা করে দিয়ে।
কপালের দু'দিকে ব্যথা টের পাই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

আমার তুমি

লিখেছেন অজেয় বিক্রম শিবু, ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৫


যতবার তুমি আঘাত করেছো
ততবার আমি বিজয়ী হয়েছি
প্রচণ্ড নির্ভরতায়, প্রবল বিশ্বাসে
আর অসম্ভব ভালোবাসায়।

বুকের ভেতর ইটপাথরের কত দেওয়াল উঠে
অভিমান দ্বিধায়
ডান কিংবা বাম করতে পারি না কখনো,
আমার স্বৈরাচারী মন সমস্ত বুকের জমিনে
চাষাবাদ করে তুমি-সুখের।
বারবার পরাজিত হয় মান অভিমানগুলো
আমার বিশ্বাস নির্ভরতা আর ভালোবাসার কাছে।
মুহূর্তেই আবার সংঘবদ্ধ হয়ে সেই দেয়াল
ভেঙে দিয়ে যায় বিশ্বাস আর ভালোবাসারা।

আমি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

ফুল গুলি যেনো কথা বলে

লিখেছেন অজেয় বিক্রম শিবু, ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫

গত পরশু
শাহবাগের পাইকারী হাট
বাকী দিনটা খুচরো কাঁটাবন
কাটিয়ে দিলাম এই ভেবে
কিনবো গোলাপ এক ডজন।

প্রতিদিন
আমার এবং তোমার ভালবাসা
মূল্যহীন কেনাবেচা করি চারটি চোখে
আবার বিচ্ছেদ বিচ্ছেদ খেলি
এ চোখে ও চোখে।

গতকাল
ভেবেছিলাম এই পুরুষের কথা
তোমায় বলবো নারী
কিন্তু ফুলগুলো কেনা হলোনা আর
নষ্ট মন কষ্টে ভরা শূণ্য ঘর শূণ্য বাড়ী। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

অতন্দ্রিলা - ২

লিখেছেন অজেয় বিক্রম শিবু, ০২ রা মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

অতন্দ্রিলা
তোমার অপেক্ষায়
সিগারেটে আগুন দিইনি
পরিত্যক্ত হয়ে পড়ে আছে এ্যাশট্রে,
তুমি আসবে বলে
দরজায় ছিটকিনি দিইনি
সোফা আর ধুলোমাখা কার্পেট
তোমার আসার প্রহর গুনছে,
উৎকন্ঠিত হৃদয়ও যেনো
তোমার ছোঁয়ায় বেজে
উঠার জন্য।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

অতন্দ্রিলা-২

লিখেছেন অজেয় বিক্রম শিবু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৭

অবসর কাটিয়ে যাই
এখনও,আমার একান্ত মুহুর্তগুলো,
শুনি কেউ যেনো চলে যায়
পায়ের আওয়াজ তোলে
ঘর ভর্তি ধোঁয়া জমাই এ্যাশট্রে ছাঁই ফেলে
বাতাস বয় মৃদু
দরোজাটা চলে তালমিলিয়ে
কখনো আটকায় কখনো খোলে
দিইনি ছিটকিনি দরোজায় তোমার আশায়
সোফায় কিছু ঝুল জমেছে
আগের মতোই আছে কার্পেট পরিত্যক্ত
ভয় পেয়োনা তোমার উপস্থিতি অবশেষ
গুছিয়ে দেবে আমার অগোছালো পরিবেশ
তুমি এসো আবার ফিরে হৃদয় বাজাও
তোমার ছোঁয়ায়,আমার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

স্বপ্ন খুজিঁ

লিখেছেন অজেয় বিক্রম শিবু, ১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৪

তারপর
পথ খুঁজে খুঁজে
তোমার এক-একটা গল্প আমাকে
ঠেলে দিয়েছে অন্ধকারের দিকে
পথমাঝে অনেক তুচ্ছ সিগন্যাল পেয়েছি
অঝথা সময় নষ্ট করতে পারিনি কোথাও,
বিপুল আবেগ আমাকে তাড়া করে
বেড়িয়েছে সারাক্ষণ,ছুঁটে ছুঁটে চলি
দুরন্ত পবন,কোথাও মুখ গুঁজি
মরু কুটিরে,তবুও স্বপ্ন খুঁজি। বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

দখিনের ঘর

লিখেছেন অজেয় বিক্রম শিবু, ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১০

শিউলি কুড়াতে গিয়ে তোর হাত ছুঁই
অবুঝ কিশোরী সোনামুখ যেন জুঁই
কোন এক শরৎএর ভোরে
তেপান্তরের মাঠের সমান দূরে।

তারপর
উষ্ণ হাওয়া ভরে দখিনের ঘর।
দু'জন হাঁটি পায়ের নিচে ফুলের বনে
শীতলপাটি এদিক-ওদিক লাজুক মনে। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৩১৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ